এক নজরে আলীকদম
১। মারাইংতং পাহাড় আলীকদম
মারাইংতং পাহাড় আলীকদম |
মারাইংতং পাহাড় আলীকদম উপজেলা সদর হতে প্রায় ১৬ কিলোমিটার দূরে আলীকদম-লামা উপজেলার সীমান্তবর্তী মিরিঞ্জা পাহাড়ে ম্যারাইংতং নামের পাহাড় চূড়ার অবস্থান। এর উচ্চ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০০ ফুট। পাহাড় চূড়ায় ১৯৯২ সালে পূজনীয় ভিক্ষু সংঘের উদ্যোগে এবং স্থানীয় পুণ্যার্থীদের সহযোগিতায় বৌদ্ধমূর্তি প্রতিষ্ঠা, জাদী নির্মাণ করা হয়। স্থাপিত বৌদ্ধ জাদীকে কেন্দ্র করে প্রতি বছর মারাইংতং মহা বৌদ্ধ মেলা ও বৌদ্ধ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে পার্শ্ববর্তী দেশসমূহ থেকে অসংখ্য বৌদ্ধ ভিক্ষু, পুণ্যার্থী ও পযটকদের সমাগম ঘটে।
১। আলীকদম-থানচি সড়ক
আলীকদম-থানচি সড়ক |
৩। আলী সুড়ঙ্গ
আলী সুড়ঙ্গ আলীকদম উপজেলা সদর থেকে ০৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণে ‘আলীর পাহাড়’ অবস্থিত। এ পাহাড়েই রহস্যজনক ০৪টি সুড়ঙ্গের অবস্থান। শুষ্ক মৌসুমে অনেক দেশী-বিদেশী পয©টক আলী সুড়ঙ্গ দর্শনে আসেন। ২০১২ সালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুড়ঙ্গ এলাকায় ০১টি গোলঘর ও যাতায়াতের রাস্তার নির্মাণ করা হয়। ঐতিহাসিক এ স্থানটি অধিকতর সংস্কার প্রয়োজন।