দামতুয়া ঝর্ণার
বান্দরবান পাবর্ত্য জেলা আলীকদম উপজেলায় এ ঝর্ণাটি অবস্থিত। দামতুয়া ঝর্ণাটি স্থানীয় মুরংদের কাছে তুক অ ঝর্ণা নামে পরিচিত। স্থানীয় ভাষায় তুক-এর অর্থ হল
দামতুয় জলপ্রপাত |
ব্যাঙ, আর অ এর অর্থ হল ঝিরি বা ঝর্ণা (তার মানে হল ব্যাঙের ঝর্ণা) আবার এই ঝর্ণাটি আবার সেখানকার আদিবাসীদের লামোনই ঝর্ণার নামেও পরিচিত ।
লামো অর্থ চাদঁ আর নই অর্থ হল আলো (চাদেঁর আলো)। ঝর্ণাটি দু-পাশ দিয়ে পানি পরার কারণে অনেক সুন্দর হয়ে থাকে। এই ঝর্ণাটি বর্ষা আসলে চির যৌবনা হয়ে উঠে।
বর্ষাকালে পানির কলতান ও পাখির কিচিমিচির শব্দে যেন ভ্রমণ পিপাসুদের হাজার কষ্ট নিমিষেই ভুলিয়ে দেয়। এ ঝর্ণাটি আরও ভ্রমণপিপাসুদের মন কাড়ে সেটি হল
দু-দিক খাড়া পাহাড় থেকে পানি নিচে গভীর জলাশয়। আর উচুঁ থেকে পড়ার পাানি কিছু অংশ বাতাসে সাথে মিশে বাষ্প হয়ে আকাশে মেঘের সাথে মিশে যায়। যা সত্যি অপূর্ব।
কিভাবে যাবেন ?
ঢাকা, চট্টগ্রাম কিংবা কক্সবাজার থেকে সড়ক পথে বাসে করে প্রথমে চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে। আবার সেখান থেকে আলীকদম গামী একটি বাসে করে আলীকদম দিকে রওনা দিতে হবে।
আলীকদম বাস টার্মিনাল থেকে জীপ গাড়ী বা চাদেঁর গাড়ি ভাড়া করে যাওয়া যায়। আর যদি জনবল কম থাকে তাহলে বাস টার্মিনাল থেকে অটোরিক্সা করে
দামতুয়া পানি ঝর্ণার |
পান বাজার উদ্দেশ্যে রওনা করতে হবে। পান বাজার পেৌছলে ভাড়ায় চালিত অনেক গুলো মোটরসাইকেল সহজেই পেয়ে যাবেন। স্থানটি আলীকদম- থানচি সড়কের ১৭ কিলোমিটারের আদু মুরুং পাড়া
নেমে সেখান থেকে স্থানীয় মুরুং গাইড নিয়ে উত্তর দিকে প্রায় ১ ঘন্টার মত পায়ে হাটতে হবে। তবে ভয়ের কোন কারণ নেই। কারণ তারা হল অনেক অতিথি পরায়ন ও সহজ সরল প্রকৃতির মানুষ।
দৃরত্ব
আলীকদম পান বাজার থেকে দামতুয়া জলপ্রপাত ১৭ কিলোমিটার। গাইড