মারাইংতং: ডিম পাহাড়

মারাইংতং

  • দামতুয়া
  • ডিম পাহাড়
  • মারাইংতং
  • আলীকদম

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label ডিম পাহাড়. Show all posts
Showing posts with label ডিম পাহাড়. Show all posts

Friday, March 5, 2021

ডিম পাহাড়, আলীকদম বান্দবান (Dim pahar)

March 05, 2021 0

 ডিম পাহাড়, আলীকদম বান্দবান (Dim pahar)

        আলীকদম এবং থানচি থানার মাঝখানে এই ডিম পাহারের অবস্থান। এই পাহাড়টি বাংলাদেশের সবচেয়ে উচু সড়ক হিসেবে পরিচিত। সড়কটি আলীকদম উপজেলা ও থানচি উপজেলাকে একত্রিত করেছে। কাঙ্কিত ডিম পাহাড় (Dim pahar) এর অবস্থান। ভ্রমণ পিপাসুদের কাছে এই পাহাড়টি খুব জনপ্রিয়। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা বেয়ে চলছে ডিম (Dim pahar) পাহাড়। এই অপরুপ সুন্দর্যের সাপের মত আকা বাকা রাস্তারটি নির্মাণ করেছেন বাংলাদেশ সেনা বাহিনী । 


ডিম পাহাড়
            এটি প্রায়ই 33 কিলোমিটার সড়ক পথ বান্দরবান জেলা থানচি ও আলীকদমকে একত্রিত করেছেন। প্রকৃতি রুপ যে এতই সুন্দর তা এই ডিম (Dim pahar) পাহাড় না আসলে বুঝার সম্ভব না। নীল সবুজের ঘেরা এই পথটি দিয়ে হাটলে মনে হয় পৃথিবী অন্য কোথাও আর এই রকম সৌন্দর্য নেই। এই ডিম (Dim pahar) পাহাড় যেতে হলে আলীকদম উপজেলা পান বাজার নামক বাজার হয়ে আপনাকে যেতে হবে।

যোগাযোগ ব্যবস্থা : -

        যোগাযোগ ব্যবস্থা বলতে তেমন কোন আপনি ভালোর মানে যানবাহন পাবেন না। তবে কয়েকজন বন্ধু বান্ধব মিলে চাদেঁ গাড়ী ভাড়া করে এই ডিম পাহাড়ে ঘুরে আসতে পারেন। আর যদি নিজস্ব কোন বাইক নিয়ে কয়েকজন বন্ধু বান্ধব মিলে ঘুরে আসতে চান তাহলে খুব আরামে বা সু্ন্দর করে ঘুরে আসতে পারবেন।

পাহাড়ী আঁকা বাঁকা রাস্তার (Dim pahar) 

পাহাড়ী রাস্তার ও গাইড:-

            প্রথমে আপনাকে আলীকদম পান বাজার হয়ে যাওযা লাগবে। যাওয়ার সাথে সাথে পাহাড়ি উচুঁ নিচু পাহাড়টি আপনার চোখে নাও পারতে পারে। তবে প্রায় 3-4 কিলোমিটার যাওয়ার পার আপনাকে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার হাতছানি দিয়ে ডাকবে। পাহাড়ে রাস্তার মাঝে মাঝে আপনার চোখে পাহাড়িদের বা আদিবাসীদের গ্রাম চোখে পড়বে। এই গ্রামের বসবাসকারীরা ত্রিপুরা এবং মুরং অন্যতম।আর আপনি যদি কোন রাস্তার ঘাট না চিনে থাকেন তাহলে সেখানকার স্থানীয় মুরুং বা ত্রিপুরা গাইড সাহায্য নিতে পারেন। গাইডটি আপনাকে খুব সুন্দর করে এলাকার বর্ণনা দিয়ে আপনাকে বোঝাবে।

সর্তকতা:-

    1। আপনি যদি বাইক বা চাঁদের গাড়ী দিয়ে যান তাহলে আপনাকে অবশ্যই খুব সকাল সকাল বের                 হতে হবে।

    2। আপনার সাথে অবশ্যই অবশ্যই নিজের জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন ফটোকপি নিয়ে                 যাওযা লাগবে। কেননা সেখানকার কর্তব্যরত সেনাবাহিনী অবশ্যই আপনার পরিচয় জানতে                    চাইবে।

    3। আর যারা নিজস্ব বাইক নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাহলে অবশ্যই গাড়ী চালানো দক্ষ                 থাকতে হবে। তা না হলে আপনার জন্য বিপদ অপেক্ষা করে আছে।

4। সর্বোপরী যাওয়া এবং আসার সময় আপনাকে অবশ্যই বেলা থাকতে ফিরে আসতে হবে। কেননা             পাহাড়ী আকাঁ বাঁকা রাস্তার আপনার জন্য সুবিধাজনক নাও হতে পারে।

খাওয়ার, থাকা ও পানীয় ব্যবস্থা:-

খাওয়ার এবং পানীয় ব্যবস্থা আপনার সাথে না নিলেও চলবে। কারণে রাস্তার আপনি কোন ভালো মানের খাবার হোটেল না পেলেও আপনাকে খিদা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আছে। তবে থাকার ব্যবস্থা নাই বললেই চলে।

কিভাবে যাবেন? 

            বর্তমানে রাজধানী ঢাকা শহর থেকে সরাসরি শ্যামলী বাস ও হানিফ বাস সার্ভিসটি চালু আছে। আর যদি আপনি সরাসরি আসতে না চান তাহলে আপনাকে কক্সবাজার গামী কোন বাস সার্ভিস দিয়ে এসে আপনাকে চকরিয়া বাস টার্মিনালে  নামতে হবে। আর সেখান থেকে নেমে আবার আলীকদম গামী বাস বা জীপে করে আসতে হবে। ভাড়ায় বাস সার্ভিস 40-45 টাকা ও জীপ বা শর্ট বোডি 60-70 টাকা।

প্রয়োজনে যোগাযোগ--ক্লিক করুন


Read More

Post Top Ad

Your Ad Spot