মারাইংতং: মারাইংতং

মারাইংতং

  • দামতুয়া
  • ডিম পাহাড়
  • মারাইংতং
  • আলীকদম

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label মারাইংতং. Show all posts
Showing posts with label মারাইংতং. Show all posts

Thursday, March 11, 2021

Tuesday, March 2, 2021

মারাইংতং জাদী ভ্রমণ কাহিনী

March 02, 2021 0

  মারাইংতং জাদী আলীকদম, বান্দরবান

পাবর্ত্য জেলা বান্দরবানকে আমরা সকলেই পযটন কেন্দ্র বিন্দু হিসেবে পরিচিতি যেমন- মেঘলা,নীলঘিরি, নীলাচর, স্বর্ণমন্দির, বগালেক, তাজিংডং, কেওকাড়াডং, ডিম  পাহাড় আরও কতই না কিছু তার মধ্যেবান্দরবান জেলাকে নতুন করে পরিচয় করিয়ে দেই তার নাম হল মারাইংতং জাদী বা পাহাড় এটি ভূপৃষ্ঠ থেকে 1640 ফুট উচুঁতে অবস্থিতএই পাহাড়ে চার ঋতুতে চার রকম রুপ ধারণ করে একেক ঋতুতে একেক রুপ। বর্ষা ঋতুতে চিরসবুজ সাদা মেঘের ডাকা থাকে আর শীত ঋতুতে থাকে বেশিভাগ মেঘের খেলা।এই পাহাড়ে ওঠে সবার আগে আপনার চোখে পরবে সেটা হল বিশাল এক জাদী ও বৌদ্ধদের মূর্তি।এ পাহাড়ে প্রতিবছর বৌদ্ধদের ঐতিহ্যবাহী বৌদ্ধ মেলা /বা জাদী মেলা হয়ে থাকে। এ মেলা বছরের শেষদিকে বা বছরে প্রথম মাসে হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই জাদী মেলাতে অংশগ্রহণ করে থাকে আপনি হয়তো ভাবতে পারেন এই উচু পাহাড় ওপর কিভাবে মেলা বসাতে পারে? এই পাহাড়ের উপর বিশাল দুইটি মাঠ আছে যার একটি খেলার স্টেডিয়ামের সমান। 

                  মারাইংতং জাদী

এইপাহাড়ের যত দুর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ে ফাকেঁ ফাকেঁ বয়ে চলার ছোট ছোট নদী ও ঝিড় গুলো র ছবির মত সুন্দর তার মধ্যে সবাইকে আকষর্ণ করে বয়ে চলা মাতামুহুরী নদী উপর থেকে নিচে দিকে তাকালে মনে হয় যেন কোন এক শিল্পীর রং তুলী দিয়ে আকাঁর ছবি।এ পাহাড়ে রয়েছে বিভিন্ন আদিবাসীদে বসবাস। এদের মধ্যে মারমা, ত্রিপুরা ও মুরং অন্যতম।এই পাহাড়ে নিচে থাকে আদিবাসী মারমাদের গ্রাম আর পাহাড় ঘেষেঁ বসবাস করে আছে মুরং আদিবাসী। এদের স্বভাব চরিত্র প্রকৃতির মত সুন্দর ও নরম। সহজেই আপনি তাদেরকে আপন করে নিতেপারবেন। 

পাবর্ত্য জেলা বান্দরবানকে আমরা সকলেই পযটন কেন্দ্র বিন্দু হিসেবে পরিচিতি যেমন- মেঘলা,নীলঘিরি, নীলাচর, স্বর্ণমন্দির, বগালেক, তাজিংডং, কেওকাড়াডং, ডিম  পাহাড় আরও কতই না কিছু তার মধ্যেবান্দরবান জেলাকে নতুন করে পরিচয় করিয়ে দেই তার নাম হল মারাইংতং জাদী বা পাহাড় এটি ভূপৃষ্ঠ থেকে 1640 ফুট উচুঁতে অবস্থিতএই পাহাড়ে চার ঋতুতে চার রকম রুপ ধারণ করে একেক ঋতুতে একেক রুপ। 

রাত্রীবেলা ক্যাম্পিং

 কিভাবে যাবেন ?

ঢাকা, চট্টগ্রাম হয়ে সড়ক পথে আসতে চান তাহলে আপনাকে চট্টগ্রাম শহর হইতে যে কোন একটা বাস টার্মিনাল থেকে কক্সবাজার গামী বাসের টিকে নিয়ে চকরিয়া বাস টার্মিনালের নেমে যাবেন। নেমে আবার আলীকদম বাস কাউন্টার বা জিপ কাউন্টারের গিয়ে আলীকদম উদ্দেশে টিকে নিতে পারেন।


ভাড়া বাস/জিপ গাড়ী
আপনি যদি বাসের টিকেট কাটেন তাহলে আপনার কাছ থেকে টিকিট মূল্য ৪০/৫০ টাকা  আর জিপের আসতে চাইলে আপনার কাছ থেকে ৬০/৭০ টাকার আপনাকে দিতে হবে।

গাইডলাইন :

যদি আপনি/আপনারা স্থানীয় শিক্ষিত গাইড নিতে চান তাহলে যোগাযোগ করুন

 

Read More

Post Top Ad

Your Ad Spot