স্বর্ণ মন্দির
স্বর্ণ মন্দির |
প্রাকৃতিক সৌন্দর্য লীলা ভূমি বান্দবান শহর থেকে প্রায় ০৯ কিলোমিটার দুরে বালাঘাটা এলাকায় অবস্থিত এই মন্দির। এই মন্দিরটি মূলত সব কিছু স্বর্ণে কালারের করা বরে বলেই স্বর্ণ মন্দির নামে পরিচিত। মন্দিরটি পাহাড় চুড়াঁয় অবস্থিত বলে অনেক সুন্দর ও মনোরম পবিবেশ। এই মন্দিরটি স্থানীয়দের উপাসনার জন্য ১৯৯৫ সালে উ পাঞঞা জোত মহাথেরএই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন এবং ২০০৪ সালে এই মন্দিরের কাজটি শেষ হয়। মন্দিরটি নিমার্ণ শৈলী মায়ানমার, চীন, ও থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পল অনুকরণের তৈরী। এই মন্দিরটি আধুনিক ধর্মীয় স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শণ।
স্বর্ণ মন্দির |