স্বর্ণ মন্দির বান্দরবান পাবর্ত্য জেলা - মারাইংতং

মারাইংতং

  • দামতুয়া
  • ডিম পাহাড়
  • মারাইংতং
  • আলীকদম

Hot

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 23, 2021

স্বর্ণ মন্দির বান্দরবান পাবর্ত্য জেলা

 স্বর্ণ মন্দির

স্বর্ণ মন্দির

প্রাকৃতিক সৌন্দর্য লীলা ভূমি বান্দবান শহর থেকে প্রায় ০৯ কিলোমিটার দুরে বালাঘাটা এলাকায় অবস্থিত এই  মন্দির। এই মন্দিরটি মূলত সব কিছু স্বর্ণে কালারের করা বরে বলেই স্বর্ণ মন্দির নামে পরিচিত। মন্দিরটি পাহাড় চুড়াঁয় অবস্থিত বলে অনেক সুন্দর ও মনোরম পবিবেশ। এই  মন্দিরটি স্থানীয়দের উপাসনার জন্য ১৯৯৫ সালে উ  পাঞঞা জোত মহাথেরএই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন এবং ২০০৪ সালে এই মন্দিরের কাজটি শেষ হয়। মন্দিরটি নিমার্ণ শৈলী মায়ানমার, চীন, ও থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পল অনুকরণের তৈরী।  এই মন্দিরটি আধুনিক ধর্মীয় স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শণ।

স্বর্ণ মন্দির

উচ্চতা
এই মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায়  ১৬০০ ফুট উচুতে অবস্থিত। মন্দিরে উঠতে হলে আপনাকে সিড়ি বেয়ে উঠতে হবে। মূল মন্দিরে বাহিরে থাকা মোট ১২ টি বৌদ্ধ মূর্তি এর সামগ্রিক নান্দনিক ভাবে আরো বাড়িয়ে তুলেছে।

 কিভাবে যাবেন
ঢাকা বা কক্সবাজার থেকে যে কোন একটি বাসের করে আসতে পারেন। আবার সরাসরি যে কোন প্রান্ত থেকে এখন বান্দরবান গামী বাস সার্ভিস চালু রয়েছে এসি বা ননএস । আর যদি লোকাল হয়ে আসতে চান তাহলে ঢাকা কক্সবাজার থেকে আসলে আপনাকে সাতকানিয়া কেরানীহাটের নেমে বান্দরবান গামী বাস বা সিএনজি করে আসতে পারেন। বাস থেকে নেমে আপনি সরাসরি একটি ব্যাটারী চালিত বা সিএনজি করে বালাঘাটা হয়ে কাঙ্খিত স্বর্ণ মন্দিরে আসতে পারেন।

সর্তকতা
মন্দিরের দোকা মাত্রই আপনাকে জুতা খুলে ডুকতে হবে। কারণ বৌদ্ধ ধর্মাম্বলম্বীদের বিহারে জুতা পায়ে ডুকার নিষিদ্ধ। আর মন্দিরে ভিততে কোন কিছু হাত দেয়া বা ইশারা করে কোন কিছু করা যাবেনা। যদি আপনি এই সমস্ত কাজ করেন তাহলে কর্তপক্ষ নজরে আসলে আপনার অসুবিধের মধ্যে পরতে পারে। 
 
যোগাযোগ- ক্লিক করুন

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot